Hockey : ছেলেদের হারের দিন মুখ উজ্জ্বল মেয়েদের, হকিতে এশিয়া চ্যাম্পিয়ন মহিলা জুনিয়র দল

images 2023 06 11t214123.466

ইংল্যান্ডের মাটিতে অষ্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয় হয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। মুহ্যমান ক্রীড়াপ্রেমীদের জন্য খুশির আমেজ আনলেন ভারতীয় মেয়েরা। ফাইনালে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভারত।

এইদিন জাপানের কাকামিঘারায় মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ভারত। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অন্নুর করা গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু তিন মিনিটের মধ্যে ডান দিক থেকে আক্রমণে উঠে বক্সের ভিতর ঢুকে গোল করে সমতা ফেরান পার্ক সিয়ো ইয়োন। বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৪১ মিনিটের মাথায় গোলকে ভারতকে এগিয়ে দেন নীলম। এরপরেই রক্ষণ মজবুত করে ভারতীয় মেয়েরা। একাধিক প্রচেষ্টা ও একাধিক পেনাল্টি কর্ণার পেয়েও গোল পরিশোধে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। ২-১ গোলে এশিয়া চ্যাম্পিয়ন হয় ভারতীয় জুনিয়র মেয়েরা।

এর আগে ২০১২ সালে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু চীনের কাছে হারতে হয়। এবার চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। ভারতীয় হকি সংস্থা প্রত্যেক খেলোয়াড়কে ২ লক্ষ টাকা করে এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ১ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ