Bullet Train: দেশে প্রথম বুলেট ট্রেন কবে থেকে চলবে? নতুন ঘোষণা রেলমন্ত্রীর

Bullet Train: দেশে প্রথম বুলেট ট্রেন কবে থেকে চলবে? নতুন ঘোষণা রেলমন্ত্রীর

ভারতে প্রথম বুলেট ট্রেন কবে থেকে চলা শুরু হবে তা জানিয়ে দিলেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রাথমিক ভাবে ২০২২ সালে দেশে বুলেট ট্রেন চালু করার কথা থাকলেও তা পিছিয়ে যায়। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের অগস্ট মাস থেকে চালু হতে পারে বুলেট ট্রেন। প্রাথমিক ভাবে গুজরাতের সুরাত থেকে বিলিমোরা পর্যন্ত ৫০ কিমি এই ট্রেন চলবে।

আরও পড়ুন:  ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে কেজরিওয়াল

২০১৭ সালের অক্টোবর মাসে গুজরাতের সাবরমতী স্টেশন থেকে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকার মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নেওয়া হয়। ভারতকে ৮৮ হাজার কোটি টাকা মাত্র ০.১ শতাংশ সুদে ঋণ হিসাবে দিচ্ছে জাপান। তাছাড়া জাপানের ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞরা ভারতে এসে এই প্রকল্পে কাজ করছেন। সব ঠিক থাকলে ২০২৬ সাল থেকেই ভারতের মাটিতে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে চলবে জাপানের বুলেট ট্রেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 2/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ