Thakurnagar : কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে মারধরের অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঠাকুরনগর

img 20230611 wa0001

তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত ঠাকুরনগর। ঠাকুরবাড়ির মাঠের ঘটনার রেশ জারি রইলো হাসপাতালেও। জখমদের হাসপাতালে নিয়ে গিয়েও হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকেরা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ, তাঁদের মারধর করা হয়েছে।

রবিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের নেতা শান্তনু ঠাকুর মতুয়াদের ঠাকুরঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতেই দেবেননা বলে স্লোগান দেন। তিনি ঠাকুরঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। ফিরে যান অভিষেক। এরপরেই তৃণমূল এবং বিজেপিসংঘর্ষ শুরু হয়। দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ঘটনায় দুই দলের বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন:  Abhishek Banerjee : দুবাই যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে আটকালো অভিবাসন দপ্তর

সংঘর্ষের রেশ ছড়ায় হাসপাতালেও। দলের আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে সেখানেও হাতাহাতিতে জড়ান দুই দলের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ, তিনি দলের আহত সতীর্থদের দেখতে হাসপাতালে গেলে তাঁকে মারধর করে পাঞ্জাবি ছিড়ে দেওয়া হয়। গণপিটুনির অভিযোগ এনেছেন তিনি। মারধরের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরেরও। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আবহে উত্তপ্ত ঠাকুরনগর।

আরও পড়ুন:  Paschim Medinipur : অভিশপ্ত ট্রেনের যাত্রী, প্র‍য়াত চুক্তিভিত্তিক শিক্ষকের পরিবারকে সহায়তা তৃণমূলের জেলা সভাপতির

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ