আইপিএল ২০২২ শুরু হওয়ার আগে একটি মেগা নিলাম হবে, যেখানে সারা বিশ্বের খেলোয়াড়দের নিলাম হতে চলেছে। আইপিএল ২০২১-এর সময়ই বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আরসিবি-এর অধিনায়কত্ব ছেড়ে দেবেন। এমতাবস্থায় বিরাটের পর এই দলকে নতুন অধিনায়কের প্রয়োজন হবে। সম্প্রতি রিপোর্টে জানা গিয়েছে বিরাটের জায়গায় কে হবেন আরসিবি-র অধিনায়ক।
আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলাম হতে চলেছে। খবরে বলা হয়েছে ১১,১২ এবং ১৩ই ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের আগে এমন একজন খেলোয়াড়ের নাম উঠে এসেছে যিনি আরসিবি-র নতুন অধিনায়ক হতে পারেন। ওয়েবসাইট ডিএনএ-তে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তারকা ব্যাটসম্যান মনীশ পান্ডেকে আরসিবি-র অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
- Advertisement -
মনীশ পান্ডে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ছিলেন এবং ২০২২ সালের মেগা নিলামের আগে বাদ পড়েছিলেন। তবে নিলামের আগে আসন্ন মরসুমের জন্য আরসিবি তার হাতে অধিনায়কত্ব হস্তান্তর করতে পারে বলে খবর রয়েছে। মনীশ পান্ডে এই মুহূর্তে সবচেয়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু তবুও তিনি আরসিবি-র অধিনায়ক হতে পারেন।
- Advertisement -
মনীশ পান্ডে সানরাইজার্সের হয়ে ভাল পারফরম্যান্স করতে ব্যর্থ হন, তারপরে তাকে বাদ দেওয়া হয়। মেগা নিলামে মনীশ পান্ডেকে কোনো দল কিনবে তার মধ্যেই কিন্তু এখন তার অধিনায়ক হওয়ার আলোচনা তুঙ্গে। মনীশ পান্ডে, যিনি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর-এর হয়ে ভালো পারফর্ম করেছিলেন, আরসিবি দিয়ে তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৯ সালে, তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করেন। তিনি ডেকান চার্জার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ৭৩ বলে অপরাজিত ১১৪ রান করেছিলেন।