IPL Auction 2024 : নাইটদের দলে চাই পেসার, কারা থাকতে পারে নজরে

IPL Auction 2024 : নাইটদের দলে চাই পেসার, কারা থাকতে পারে নজরে

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় আইপিএল ২০২৪ এর নিলাম। তার আগে ঘর গোছাতে পরিকল্পনায় ব্যস্ত কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই কেকেআর-কে অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন গৌতম গম্ভীর মেন্টর হিসাবে দলে যোগ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এবারের দল গঠনে কেকেআর-এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। এবারে নিলামে নাইটরা দলে নিতে চাইবে গুরুত্বপূর্ণ পেসার।

কেকেআর গত বারের দল থেকে লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদবকে ছেড়ে দিয়েছে। স্বাভাবিক ভাবেই ভাল বিদেশি পেসার আনা এ বারের নিলামে অন্যতম লক্ষ্য হবে নাইটদের। বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার নতুন পেস প্রতিভা জেরাল্ড কোয়েটজে। তাঁর দিকে নজর থাকবে শাহরুখের দলের। এছাড়াও এর আগে কলকাতার হয়ে খেলে যাওয়া, বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সও থাকবেন নজরে। রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জস হেজলউড এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। রয়েছেন মিচেল স্টার্ক।

এদের মধ্যে ক্রিস ওকস ও প্যাট কামিন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছেন আসন্ন নিলামে। ওকস চোট সারিয়ে ফেরার পর বলের পাশাপাশি ব্যাটেও দুর্দান্ত ফল করেছেন অ্যাসেজে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাসেজ জিতিয়েছেন কামিন্স৷ বল হাতে ও ব্যাট হাতে তিনি সমান ভাবে সফল। স্বাভাবিক ভাবেই অন্যদল গুলির সাথে নিলামে এঁদের নিয়ে টক্কর হওয়ার সম্ভাবনা নাইটদের। যদিও দশটি দলের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে কেকেআর-এর কাছে। ৩২.৭০ কোটি টাকা হাতে নিয়ে নিলামে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় তুলে নিতে মরিয়া কলকাতার বেগুনি দল।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ