IPL Auction: নিলামে ইতিহাস! সর্বোচ্চ ২৪.৭৫ কোটিতে কলকাতায় মিচেল স্টার্ক

IPL Auction: নিলামে ইতিহাস! সর্বোচ্চ ২৪.৭৫ কোটিতে কলকাতায় মিচেল স্টার্ক

আইপিএল-এর নিলামইতিহাস গড়লো কেকেআর। রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনল তারা। অন্যদিকে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে হায়দ্রাবাদ কিনেছে। কামিন্স ও স্টার্ক এবারের নিলামে দর পাবেন তা প্রত্যাশিত ছিল। এত দিন সবচেয়ে বেশি দাম ছিল ইংল্যান্ডের স্যাম কারেনের। ১৮.৫ কোটির সেই রেকর্ড ভেঙে গেল মঙ্গলবার।

২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনল কলকাতা। গুজরাত শেষ পর্যন্ত লড়াই করেও হাল ছেড়ে দেয়। অন্যদিকে প্যাট কামিন্সকে নিয়ে প্রথমে বেঙ্গালুরু, চেন্নাইয়ের মধ্যে লড়াই হয়৷ পরে লড়াইয়ে যোগ দেয় হায়দ্রাবাদ। ২০ কোটি ৫০ লাখ দাম দিয়ে শেষ হাসি হাসে নিজামের শহর। অন্যদিকে চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ের পর বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেডকেও ৬ কোটি ৮০ লাখে দলে নিয়েছে হায়দ্রাবাদ। চার কোটি টাকায় ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক দিল্লিতে। ৭ কোটি ৪০ লক্ষ টাকায় রভম্যান পাওয়েল রাজস্থানে।বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা কিউয়ি ক্রিকেটার রাচিন রবিন্দ্র ১ কোটি ৮০ লক্ষ টাকায় চেন্নাইয়ে। শার্দূল ঠাকুর ৪ কোটিতে চেন্নাইয়ে। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজি ৫ কোটিতে মুম্বাইয়ে। ১১ কোটি ৭৫ লাখে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস কিনেছে হর্ষল পটেলকে। আরও এক কিউয়ি ক্রিকেটার ড্যারিল মিচেলকে ১৪ কোটিতে কিনলো চেন্নাই।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ