চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
প্রকাশ্য দিবালোকে সোনার গহণার দোকানে দুঃসাহসিক ডাকাতি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। ডাকাতদের গুলিতে গুরুতর আহত দোকানের মালিক অসিত দত্ত। ছুরিকাঘাতে জখম দোকানের এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য খড়গপুরের গোলবাজার এলাকায়।
- Advertisement -
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১ টা নাগাদ খড়গপুরের গোলবাজার এলাকার একটি সুপরিচিত সোনার দোকানে হানা দেয় ৫ জনের ডাকাত দল। নিজেদের গাড়িতে এসে তারা প্রথমে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে৷ তারপর বন্দুক, ছুরি বের করে নিজমূর্তি ধারণ করে দুষ্কৃতিরা৷ দোকানের মালিক অসিত দত্ত ও অন্যান্য কর্মচারীদের সামনে বন্দুক ধরে চলে লুটপাট। বাধা দেওয়ায় এক কর্মীর হাতে বসানো হয় ছুরির কোপ। দোকানের মালিক অসিতবাবু চিৎকার করে ওঠায় তাঁর বুকে গুলিচালায় দুষ্কৃতিরা। মুহূর্তে লুটপাট শেষ করে পালায় তারা। গুরুতর আহত অবস্থায় অসিতবাবুকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গপুর টাউন থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত৷
- Advertisement -