ODI WC 2023: বিশ্বকাপে সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান

ODI WC 2023: বিশ্বকাপে সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান

ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্রথম আফগানিস্তান এর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদরান। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ বলে ৭ চারের সাহায্যে ওয়ার্ল্ড কাপে প্রথম ও নিজের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করে ইব্রাহিম জাদরান এই কৃতিত্ব অর্জন করেন।

টস জিতে আফগান দলের হয়ে ওপেন করা, ইব্রাহিম জাদরান এক প্রান্ত শক্তভাবে ধরে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৪৪তম ওভারের শেষ বলে হ্যাজেলউডের বলে ২ রান নিয়ে তার ঐতিহাসিক সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান করেছে। ইব্রাহিম জাদরান ১২৯ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:  Virat Kohli : কোহলির জন্মদিনে শতরান উপহার! সচিনকে ছুঁলেন বিরাট

জাদরানের আগে, ২০১৫ ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলে বিশ্বকাপে আফগানিস্তান এর হয়ে সর্বোচ্চ স্কোর করেছিলেন সামিউল্লাহ শিনওয়ারি।

আরও পড়ুন:  Virat Kohli : বিরাট কোহলি – এক রূপকথার জন্ম

ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান এর পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
১২৯* – ইব্রাহিম জাদরান বনাম অস্ট্রেলিয়া, মুম্বাই, ২০২৩।
৯৬ – সামিউল্লাহ শিনওয়ারি বনাম স্কটল্যান্ড, ডুনেডিন,২০১৫।
৮৭ – ইব্রাহিম জাদরান বনাম পাকিস্তান, চেন্নাই, ২০২৩।
৮৬ – ইকরাম আলীখিল বনাম ওয়েস্ট ইন্ডিজ, লিডস, ২০১৯।
৮০ – হাশমতুল্লাহ শাহিদি বনাম ভারত, দিল্লি, ২০২৩।
৮০ – রহমানুল্লাহ গুরবাজ বনাম ইংল্যান্ড, দিল্লি, ২০২৩।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ