Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে যোগদান করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু তাঁর বিশ্ববিদ্যালয়ে আসার পথে দলীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। সেই সঙ্গে রাজ্যপালের কলকাতা প্রত্যাবর্তনের পথে গান্ধীমোড়ের কাছে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা।

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের
রাজ্যপালকে কালো পতাকা প্রদর্শন তৃণমূল কর্মীদের

আরও পড়ুন:  Medinipur : নেপালে ৬ হাজারি শৃঙ্গ জয় মেদিনীপুরের যুবকের

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে রাজনৈতিক অস্থিরতা, একাধিক বিষয়ে রাজভবননবান্নের মতপার্থক্য সামনে এসেছে। মামলা হয়েছে। শাসক দলের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক বিশেষ ‘সুমধুর’ নয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের হস্তক্ষেপ ও একতরফাভাবে উপাচার্য নিয়োগের অভিযোগ এনেছে তৃণমূল। সেই বিষয়েই রাজ্যপালের বিরোধিতা মঙ্গলবার রাজ্যপালের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আসার পথে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যপালের ফেরার পথে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন:  Medinipur : মমতা-জ্যোতিপ্রিয়ের মুখোশ পড়ে মিছিল, আটক বিজেপি কর্মী

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের
বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় পাবে পূর্ণ সময়ের উপাচার্য। এই বিষয়ে যে জটিলতা দেখা দিয়েছিল তা কেটে গেছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের উপাচার্য নিয়োগ হলেও তা আর হবে না।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ