Asia Cup 2023 : এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে, জেনে নিন কারা কারা আছেন

Asia Cup 2023 : এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে, জেনে নিন কারা কারা আছেন

আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত হয়েছে ১৭ জনের ভারতীয় দল। দলে ফিরেছেন শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল। জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার তিলক বর্মা। রিজার্ভ প্লেয়ার হিসাবে দলে রয়েছেন উইকেট রক্ষক সঞ্জু স্যামসন। মনে করা হচ্ছে, উইকেট রক্ষক লোকেশ রাহুলের চোট নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন থাকায় সঞ্জু রিজার্ভ প্লেয়ার হিসাবে ১৭ জনের দলে রয়েছেন।

আরও পড়ুন:  ASIA CUP 2023 : ভারত-পাকিস্তান ম্যাচে কে বিজয়ী হবে?

সোমবার অজিত আগরকরের নেতৃত্বাধীন ৫ নির্বাচক কমিটি বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক। এরপরে সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক রোহিত ভারতীয় দল ঘোষণা করেন।

আরও পড়ুন:  Asia Cup 2023 : ভারতের প্রস্তুতি শুরু, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইণ্ডিয়া

দলে রয়েছেন-
রোহিত শর্মা (অধিনায়ক),
বিরাট কোহলি,
শুভমন গিল,
লোকেশ রাহুল (উইকেটরক্ষক),
শ্রেয়স আয়ার,
হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক),
রবীন্দ্র জাডেজা,
যশপ্রীত বুমরা,
মহম্মদ শামি,
মহম্মদ সিরাজ,
কুলদীপ যাদব,
ঈশান কিশন (উইকেটরক্ষক),
অক্ষর পটেল,
শার্দূল ঠাকুর,
সূর্যকুমার যাদব,
তিলক বর্মা,
প্রসিদ্ধ কৃষ্ণ,
সঞ্জু স্যামসন (রিজার্ভ)।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ