- Advertisement -
এই বছরের দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে দেওয়া রাজ্য সরকারের অনুদান বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি পুজো কমিটি ৭০ হাজার টাকা করে পাবে বলে ঘোষণা করেছেন তিনি। পুজোর বিসর্জন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে। পুজোর কার্নিভ্যাল হবে ২৭ অক্টোবর।
রাজ্য সরকার প্রথম বছরে ১০ হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করেছিল। ২০২২ সালে মোট ৪২ হাজার ২৮টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই বছর অনুদানের পরিমান বৃদ্ধি করে ৭০ হাজার টাকার করার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পর্যটন থেকে শিল্প দফতর ও বিভিন্ন দফতর বিভিন্ন সরকারি কাজের হোডিং পুজো কমিটিগুলিকে লাগানোর জন্য দেবে। এর জন্যও টাকা পাবে কমিটিগুলি।