আজ ২০ই জানুয়ারি ২০২২ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গেছে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১০,৯৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং ১৭,৮১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডিসচার্জ রেট ৯১.৪৯%। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
- Advertisement -
পশ্চিমবঙ্গের ২০ই জানুয়ারি ২০২২ এর রিপোর্ট করা তথ্য অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে পশ্চিমবঙ্গে মোট মৃত্যুর সংখ্যা ২০,২৩০। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৯,৩৯,৯২০। করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭,৭৪,৮৮১ জন। বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৪৪,৮০৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৭,৩৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ২,২৫,৫১,২০৮ টি। মোট নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা ১৫৭* । মাস্ক ব্যবহার করুন ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন।