দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে চলবে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজ। সেই কারণে আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।
শনিবার যাত্রীগনকে সূচনা দিয়ে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের টুইটার হ্যান্ডেলে।
- Advertisement -
বাতিল করা ট্রেন গুলি ও বাতিল হওয়ার তারিখ-
- Advertisement -
- ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস – ১ থেকে ৪ ফেব্রুয়ারি
- ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস – ১ থেকে ৪ ফেব্রুয়ারি
- ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস – ১ থেকে ৪ ফেব্রুয়ারি
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস – ১ থেকে ৪ ফেব্রুয়ারি
- ১৮০৩৭ খড়গপুর-জাজপুর কেঁওনঝড় রোড মেমু এক্সপ্রেস – ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি
- ১৮০৩৮ জাজপুর কেঁওনঝড় রোড-খড়গপুর মেমু এক্সপ্রেস – ১ থেকে ৫ ফেব্রুয়ারি
- ০৮০৬১ হাওড়া-জলেশ্বর মেমু স্পেশাল – ১ থেকে ৪ ফেব্রুয়ারি
- ০৮০৬২ জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল – ১ থেকে ৪ ফেব্রুয়ারি