ব্যতিক্রমী প্রার্থী খড়গপুরের যুবক ও গৃহবধূ, চিঠি দিয়ে প্রার্থীপদ থেকে অব্যহতি

ব্যতিক্রমী প্রার্থী খড়গপুরের যুবক ও গৃহবধূ, চিঠি দিয়ে প্রার্থীপদ থেকে অব্যহতি

শুক্রবার রাতে তৃণমূলের তরফে রাজ্যের পুরভোটে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রথম তালিকা প্রকাশ হয় বিকালে। তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় অসন্তোষের খবর সামনে আসতেই সংশোধিত তালিকা প্রকাশিত হয় রাতে। কিন্তু তাতে ক্ষোভ প্রশমন তো দূরের কথা, আরও তীব্র আকার ধারন করে। যার রেশ ছিল শনিবারও। এরই মধ্যে ব্যতিক্রমী খড়গপুর পৌরসভার দুই ঘোষিত প্রার্থী, গৃহবধূ কাকলি ঘোষ এবং যুবক জেশু নায়েক।

আরও পড়ুন:  Keshpur: চরকায় উদ্ধার ২৫টি তাজা বোমা, করা হল নিষ্ক্রিয়

খড়গপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে কাকলি ঘোষের নাম। প্রথম তালিকায় তাঁর নাম না থাকলেও সংশোধিত দ্বিতীয় তালিকায় তাঁর নাম আছে। অন্যদিকে ২৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী করা হয়েছে জেশু নায়েককে। প্রথম ও সংশোধিত দ্বিতীয় তালিকা, দুটিতেই তাঁর নাম বিবেচিত হয়েছে। কিন্তু প্রার্থী হিসেবে নাম আসার পর তাঁদের বক্তব্য, এলাকার তৃণমূল কর্মী হলেও ব্যক্তিগত কারনে তাঁরা প্রার্থী হওয়ার মতো জটিলতায় যেতে রাজি নন। তাই শনিবার প্রার্থী হতে না চেয়ে দু’জনই দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ