TET 2023 : সমাজমাধ্যমে ‘ফাঁস’ টেটের প্রশ্ন! শোরগোল শিক্ষামহলে

images 2023 12 23t201740.119

রবিবার রাজ্যে ছিল প্রাথমিকে নিয়োগের টেট পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হওয়ার আগেই সমাজমাধ্যমে ভাইরাল হল টেটের প্রশ্নপত্রের একাংশ। যা কেন্দ্র করে ফের উত্তাল রাজ্যের শিক্ষা ও রাজনৈতিক মহল। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের অভিযোগ, পর্ষদের বদনামের চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

এইদিন বেলা ১২ টায় শুরু হয় টেট পরীক্ষা। সকাল ১১ টায় পরীক্ষার্থীদের হাজিরার সময় ছিল। দুপুর আড়াইটেতে শেষ হয় পরীক্ষা। অভিযোগ, দুপুর ১টা নাগাদ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের একাংশ। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য, সমাজমাধ্যমের ওই পোস্ট থেকে কোনও পড়ুয়া উপকৃত হননি। ইচ্ছাকৃত ভাবে পর্ষদের বদনামের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মোট ৭৭৩ টি পরীক্ষাকেন্দ্রে রবিবার টেট দিয়েছেন ২ লক্ষ ৭২ হাজারের মতো পরীক্ষার্থী।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ