Digha Tour : দিঘা যাচ্ছেন? এবার পুলিশকে দিতে হবে তথ্য

images 2023 12 24t191130.778

সপ্তাহান্ত হোক অথবা দিন কয়েকের ছুটি! বাঙালি মাত্রেই দিঘায় বেড়িয়ে আসার প্ল্যান করেন। শুধু দিঘা নয়! আজকাল পূর্ব মেদিনীপুরে দিঘার নিকটিস্থ তাজপুর, মন্দারমণির জনপ্রিয়তাও তুঙ্গে। শীতের ছুটিসময় এই সৈকতস্থানগুলিতে তিলধারণের জায়গা থাকে না। কিন্তু জায়গাগুলি পর্যটকদের আধিক্যের সঙ্গে বৃদ্ধি পেয়েছে অপরাধের ঘটনা। অনেক সময়ে হচ্ছে অসামাজিক কাজকর্মও। এমনকি ভিন রাজ্যের অপরাধীরাও অনেক সময় এখানে গা ঢাকা দিচ্ছেন। এই পরিস্থিতিতে অপরাধ রুখতে নতুন পদক্ষেপ নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এবার এই জায়গাগুলিতে বেড়াতে আসা সকল পর্যটকদের তথ্য নথিভুক্ত করতে হবে ‘অতিথি’ পোর্টালে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এমনিতে হোটেলে আসা প্রতিটি পর্যটকের তথ্য নথিভুক্ত রাখা বাধ্যতামূলক। কিন্তু অনেক সময়েই তা হচ্ছে না। তাই ডিজিটাল পদ্ধতিতে পর্যটকদের সম্পর্কে তথ্য নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে ‘অতিথি’ পোর্টালের ব্যবহার শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জেলা জুড়ে হোটেলগুলিকে এই পোর্টালে নিয়ে আসা হচ্ছে। ফলে এই পোর্টালে গিয়ে হোটেল থেকে পর্যটকরা তথ্য নথিভুক্ত করতে পারবেন। সেই সঙ্গে হোটেল সম্পর্কে তথ্যও মিলবে এই পোর্টালে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ