কম নম্বর পেয়েও চাকরি, হাইকোর্টের নির্দেশে ২০ জন শিক্ষকের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি এসএসসি-র

কম নম্বর পেয়েও চাকরি, হাইকোর্টের নির্দেশে ২০ জন শিক্ষকের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি এসএসসি-র

 

কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এসএসসি-র তরফে কর্মশিক্ষা পদে শিক্ষকের চাকরি পাওয়া ২০ জন শিক্ষকের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হল। কম নম্বর পেয়েও তাঁরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন ও চাকরি করছেন বলে অভিযোগ এনেছেন একজন প্রার্থী।

উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা এবং শারীরিকশিক্ষা পদে নিয়োগের জন্য ২০১৭ সালে পরীক্ষা হয়৷ আতিউর রহমান নামে এক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন, তিনি চাকরি পাওয়া প্রার্থীদের তুলনায় বেশি নম্বর পেলেও তাঁকে ইন্টারভিউয়েও ডাকা হয়নি। তাঁর দাবি আরটিআই করে তিনি জেনেছেন, তাঁর প্রাপ্ত নম্বর ৭৪। মেধাতালিকার শেষ প্রার্থী ৬৬ নম্বর পেয়েও ইন্টারভিউতে অংশ নিয়েছেন। কিন্তু তিনি ইন্টারভিউয়ে ডাক পাননি। এরপরেই তিনি মামলা করেন। অগস্ট মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীর অভিযোগ গুরুত্বসহ খতিয়ে দেখার নির্দেশ দেন এসএসসি-কে। আতিউরের অভিযোগ, ২৮ জন প্রার্থী তাঁর থেকে কম নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন নিয়োগপত্র পেয়েছেন। এরপর কর্মরতদের বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণসহ হলফনামা দিতে এসএসসি-কে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেই ২০ জন শিক্ষকের তথ্য জানতে চেয়ে তাঁদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ