Medinipur : ‘নিখোঁজ’ পরেশ অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রীর সন্ধান চেয়ে টর্চ হাতে প্রতীকী মিছিল এসএফআই-এর

Medinipur : 'নিখোঁজ' পরেশ অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রীর সন্ধান চেয়ে টর্চ হাতে প্রতীকী মিছিল এসএফআই-এর

মঙ্গলবার রাত আটটার মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে এসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু বুধবার রাত পর্যন্ত তিনি হাজিরা দেননি। এমনকি এইদিন বিকেল থেকে তাঁর ফোন বন্ধ ও তাঁর অবস্থান সম্পর্কে মিলছে না তথ্য। পরেশ অধিকারীকে ‘চোর’ ও ‘নিখোঁজ’ আখ্যা দিয়ে সন্ধান চেয়ে টর্চ ও প্ল্যাকার্ড হাতে মেদিনীপুরে প্রতীকী মিছিল করলো বাম ছাত্র সংগঠন সিবিআই।

জানা গিয়েছে, মঙ্গলবার আদালতের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ জানার পর জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ গামী পদাতিক এক্সপ্রেস ধরেন তিনি। কিন্তু সকালে তাঁকে শিয়ালদহ স্টেশনে নামতে দেখা যায়নি। এরপর জানা যায় ভোর বেলায় এক নিরাপত্তারক্ষী ও মেয়েকে নিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমেছেন তিনি। পরে বর্ধমানের সার্কিট হাউসে উঠেছেন বলে জানা যায়। কিন্তু বিকেলে গাড়িতে সেখান থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর ফোন সুইচড অফ এবং তাঁর অবস্থান সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। রাজনৈতিক মহলের অভিমত তাঁর মেয়ের এসএসসি-র মাধ্যমে অনৈতিক ভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই হাজিরার জন্য সময় নিতে চাইছেন তিনি।

আরও পড়ুন:  রাতের আঁধারে কুবাই ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, সকালে উদ্ধার দুটি মৃতদেহ

বুধবার সন্ধ্যায় প্ল্যাকার্ড ও টর্চ হাতে মেদিনীপুরে এসএফআই এর তরফে প্রেস অধিকারীর সন্ধান চেয়ে প্রতীকী মিছিল করে হয়। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ‘চাকরি চোর মন্ত্রী গায়েব’, ‘নিখোঁজ মন্ত্রীর সন্ধান চাই’ প্রভৃতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ