Jhargram : শিলদায় সিপিএম-এর ‘চোর ধরো, জেলে ভরো’ আন্দোলন, শিক্ষা দুর্নীতির প্রতিবাদ ও নেতামন্ত্রীদের শাস্তির দাবি

Jhargram : শিলদায় সিপিএম-এর 'চোর ধরো, জেলে ভরো' আন্দোলন, শিক্ষা দুর্নীতির প্রতিবাদ ও নেতামন্ত্রীদের শাস্তির দাবি

সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্ষেত্রে একাধিক দুর্নীতিঅভিযোগ উঠেছে। চাকরি গিয়েছে তৃণমূলের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের। সিবিআই এর জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীরা। প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে সিপিআই(এম)। এর দিন ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার অন্তর্গত শিলদা বাজারে পালিত হল প্রতিবাদ কর্মসূচি।

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দ্রব্য মূল্যবৃদ্ধি, এসএসসি ও টেট দুর্নীতির প্রতিবাদে এবং দুর্নীতিতে জড়িত নেতা মন্ত্রীদের শাস্তির দাবিতে ও শিক্ষা ক্ষেত্রে সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা ক্ষেত্র কমিটির ডাকে শিলদা বাজারে প্রতিবাদ মিছিল করলো সিপিআই(এম)। এই ‘চোর ধরো, জেলে ভরো’ আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম-এর ঝাড়গাম জেলা কমিটির সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পুলিনবিহারী বাস্কে, দিবাকর হাঁসদা, উদ্ভব মাহাতো প্রমুখরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ