Patanjali: কালো তালিকাভুক্ত রামদেবের পতঞ্জলি

Patanjali: কালো তালিকাভুক্ত রামদেবের পতঞ্জলি

১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্য নেপালে (Nepal) কালো তালিকাভুক্ত করা হলো। এই তালিকায় আছে যোগগুরু রামদেবের (Baba Ramdev) দিব্যা ফার্মেসি, ফলে নেপালে পতঞ্জলির (Patanjali) ওষুধ বিক্রি বন্ধ। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এসব ভারতীয় সংস্থা। সেকারণে এগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো।

পতঞ্জলি ছাড়াও এই তালিকায় রয়েছে ভারতের র্যাডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জ়ি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব এর মতো বেশ কিছু নামিদামি ব্র্যান্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ