মেদিনীপুর পৌরসভায় বিদ্রোহ! পৌরপ্রধানের বিরুদ্ধে ১১ জন কাউন্সিলরের চিঠি

মেদিনীপুর পৌরসভায় বিদ্রোহ! পৌরপ্রধানের বিরুদ্ধে ১১ জন কাউন্সিলরের চিঠি

সংবাদদাতা অর্পণ ভট্টাচার্য : ফের পৌর-সমস্যায় তৃণমূল কংগ্রেস৷ খড়গপুরের পর মেদিনীপুর পুরসভাতেও পৌরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন দলীয় কাউন্সিলররা। মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খানের প্রতি অনাস্থা জানিয়ে ১১ জন দলীয় কাউন্সিলর দলের শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগেই পুরসভা নিয়ে বেকায়দায় শাসক দল। কিছুদিন আগেই খড়গপুর পৌরসভায় তৃণমূলের ২০ জন কাউন্সিলর লিখিত ভাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে দলের নির্দেশে বুধবার পদত্যাগ করেছেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। এবার একই আবহ মেদিনীপুর পুরসভাতেও৷ বিগত পৌরসভা নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে ২০ টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা সহ পুরবোর্ড গঠন করে তৃণমূল। সেই সময়ে পুরপ্রধান পদের জন্য একাধিক নাম আলোচনায় এলেও প্রাক্তন পুর প্রশাসক সৌমেন খানই দায়িত্ব পান। তাঁকে পুরপ্রধান পদে চেয়ে দলীয় অনুগামীদের তরফে শহরে পোষ্টারও পড়েছিল। কিন্তু বছর না ঘুরতেই দলে সৌমেন খানের বিরুদ্ধে বিদ্রোহের সুর। এখন দ্রষ্টব্য, দলের শীর্ষ নেতৃত্ব মেদিনীপুরেও খড়গপুরের মতোই উদাহরণ রাখেন কিনা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ