খড়গপুর-আদ্রা শাখার একাধিক ট্রেন বাতিল, বিজ্ঞপ্তি দক্ষিণ-পূর্ব রেলের

খড়গপুর-আদ্রা শাখার একাধিক ট্রেন বাতিল, বিজ্ঞপ্তি দক্ষিণ-পূর্ব রেলের

দক্ষিণ-পূর্ব রেলের তরফে আগামী ১ জুন পর্যন্ত খড়গপুর-আদ্রা শাখায় একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। আদ্রা স্টেশনে একাধিক কাজের জন্য ১৩ মে থেকে এই বিজ্ঞপ্তি কার্যকরী হয়েছে।

জানা গিয়েছে, আদ্রা স্টেশনে সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ শুরু হয়েছে। সেই মর্মে বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেল এবং খড়গপুর ও আদ্রা ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক ট্রেন বাতিল হয়েছে এবং যাত্রাপথ কমানো হয়েছে।

১২৮৮৫ শালিমার-ভোজুডি আরণ্যক এক্সপ্রেস ১৩ মে, ১৪ মে এবং ১৬ থেকে ২০ মে, ২৪ মে শালিমার থেকে আদ্রা।
১২৮৮৬ ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস একই দিন গুলি আদ্রা থেকে ছেড়ে শালিমার।
১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস ২১ মে, ২৩ মে, ২৬ মে, ২৭ মে, ২৮ মে এবং ৩০ মে বাতিল।
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস ১৪ মে এবং ১৮ মে সাঁতরাগাছি থেকে আদ্রা স্টেশন পর্যন্ত চলবে।
১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ১৪ মে এবং ১৮ মে আদ্রা স্টেশন থেকে হাওড়া।
১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ২৬ মে থেকে ৩০ মে বাতিল।
০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার ১৮ মে, ২১ মে এবং ২৪ মে থেকে ৩১ মে বাতিল।
১৮০২৭/১৮০২৮ খড়গপুর-আসানসোল-খড়গপুর মেমু এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে বাতিল।
১৮০৮৫/১৮০৮৬ খড়গপুর-রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে বাতিল।
১৮০২৩ খড়গপুর-গোমো এক্সপ্রেস, ১৮০২৪ গোমো-খড়গপুর এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে এবং ২৮ মে থেকে ১ জুন বাতিল।
১৮৬২৭/১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ৩০ মে বাতিল।
১৮০০৩ হাওড়া-আদ্রা এক্সপ্রেস, ১৮০০৪ আদ্রা-হাওড়া এক্সপ্রেস ২৩ মে থেকে ৩১ মে এবং ২৪ মে থেকে ১ জুন বাতিল।
১৮০১১/১৮০১৩ হাওড়া-আদ্রা-চক্রধরপুর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে বাতিল।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ