Dacoity Muri Express : যাত্রীবেশে মুরি এক্সপ্রেসে ডাকাতি, ঝাড়খণ্ডের ঘটনায় প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে

Dacoity Muri Express : যাত্রীবেশে মুরি এক্সপ্রেসে ডাকাতি, ঝাড়খণ্ডের ঘটনায় প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে

যাত্রীবেশে হানা দিয়ে দুঃসাহসিক ডাকাতি জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে (Muri Express)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহারে (Jharkhand Rail Dacoity)। লুঠপাটের সময় ডাকাতেরা গুলিচালায় এবং যাত্রীদের মারধর করে বলেও অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এমন দুঃসাহসিক ডাকাতিতে (Train Dacoity) প্রশ্নর মুখে পড়েছে রেলের নিরাপত্তা।

জানা গিয়েছে, শনিবার রাত ১১টার সময় ঝাড়খণ্ডের লাতেহার থেকে রওনা রওনা দেয় মুরি এক্সপ্রেস। এস ৯ কামরায় আগে থেকেই যাত্রীদের বেশে মিশে ছিল ডাকাতেরা। ট্রেন বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে থাকার সময় ডাকাতেরা বন্দুক বের করে ডাকাতি শুরু করে। মারধর করা হয় যাত্রীদের, ৮-১০ রাউন্ড গুলি চালানো হয়, মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণও করা হয়। যাত্রীদের কাছে থেকে গয়না, টাকা পয়সা, মোবাইল ইত্যাদি অবাধে লুঠ করে চেন টেনে ট্রেন থামিয়ে নেমে যায়। ট্রেনটি ডালটনগঞ্জে থামলে রেলপুলিশে অভিযোগ দায়ের করেন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চলন্ত ট্রেনে এমন দুঃসাহসিক ডাকাতির প্রেক্ষিতে রেলে যাত্রীদের সুরক্ষা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ