৪২ বছরের বামদুর্গে ফাটল, খড়গপুরের নিমপুরায় হারল সিপিএম

৪২ বছরের বামদুর্গে ফাটল, খড়গপুরের নিমপুরায় হারল সিপিএম

মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড তথা নিমপুরা এলাকা। বরাবর বাম অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। টানা ৪২ বছর এই এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন বাম প্রার্থীরা। কিন্তু সদ্য সমাপ্ত ২০২২ পুর নির্বাচনরাজ্যের শাসকদল তৃণমূলের কাছে আসনটি হাতছাড়া হল বামেদের। শুধু তাই নয়, তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সেখানে সিপিএম এর স্থান তৃতীয়তে।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

নিমপুরা এলাকা আগে ছিল পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। ১৯৮১ সাল থেকে সেখানে জয়ী হতেন সিপিএম নেতা ও প্রার্থী অনিত বরণ মন্ডল। দুই বার মহিলা সংরক্ষিত হয়েছিল ওয়ার্ডটি এবং ২০১০ সালে এলাকার অল্প পরিবর্তন হয়ে ওয়ার্ডটি ১২ নম্বর হিসেবে চিহ্নিত হয়। তবুও বামেদের জয়ের ধারা অব্যাহত ছিল। কিন্তু রাজ্য জুড়ে তৃণমূলের বিজয়ের মাঝে এই ওয়ার্ডটিও হাতছাড়া হল বামেদের। তৃতীয় স্থানে লড়াই শেষ করেছেন সিপিএম প্রার্থী অনিত বরণ মন্ডল। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সিএইচ বিষ্ণুপ্রসাদ। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী গগনদীপ সিং ওয়ালিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ