Medinipur : রোজা রেখেও মাঝরাত পর্যন্ত রাম নবমীর পতাকা সেলাই কাজী আবু বক্করের

Medinipur : রোজা রেখেও মাঝরাত পর্যন্ত রাম নবমীর পতাকা সেলাই কাজী আবু বক্করের

বিবিধের মাঝে দেখো মিলন মহান! তাই মিলনের দৃশ্য মেদিনীপুরে। রোজার সময়েও মাঝরাত পর্যন্ত রামনবমীর পতাকা সেলাই মেদিনীপুরের দর্জি কাজী আবু বক্করের।

বৃহস্পতিবার রামনবমী। সাম্প্রতিক সময়ে রামনবমী পালনের হিড়িকের সাথে বিভিন্ন গেরুয়া পতাকা লাগানোও বৃদ্ধি পেয়েছে সমান তালে। তাই বিগত কয়েকদিন ধরেই পতাকা সেলাইয়ের কাজ বেড়েছিল মেদিনীপুরের দর্জি কাজী আবু বক্করের। কিন্তু বুধবার সেই কাজ প্রচুর এসে পড়ে। এদিকে রোজার মাস চলছে, ফলে নির্জলা উপবাস৷ কিন্তু সেই প্রতিবন্ধকতাকেও পাত্তা না দিয়ে শুধু রোজা শেষের সময়ে প্রাত্যহিক কাজ টুকু বাদ দিলে বুধবার সারাদিন এমনকি বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পতাকা সেলাই করলেন তিনি৷ যদিও আবুর বক্তব্য, তিনি বিশেষ কিছুই করেননি৷ ধর্ম পালনের অধিকার তো সকলের আছে, তাই উৎসবের আগে কারও অনুরোধই ফেরাননি তিনি।

আরও পড়ুন:  Medinipur Weather : মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

 

আরও পড়ুন:  Elephant Medinipur : গোপগড় ইকোপার্কে ঘুমপাড়ানী ওষুধে কাবু হাতি, তাড়ায় আছাড় আধিকারিকের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ