Kali Puja 2022: তমলুকের ভট্টাচার্য বাড়ির কালীপুজো, অষ্টধাতুর মূর্তিতে ষোড়শী উপাচারে পূজিতা হন দেবী

Kali Puja 2022: তমলুকের ভট্টাচার্য বাড়ির কালীপুজো, অষ্টধাতুর মূর্তিতে ষোড়শী উপাচারে পূজিতা হন দেবী

আসন্ন বাঙালীর শক্তির দেবী কালীর আরাধনার সময়। তমলুকের পিপুলবেরিয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মন্দিরে অষ্টধাতুর মূর্তিতে পূজিতা হবেন দেবী। গত ৪০০ বছর ধরে ষোড়শী উপাচার মেনে চলছে আরাধনা।

তমলুকের পিপুলবেড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী পুজো পাচ্ছেন ৪০০ বছর ধরে৷ পরিবারের পূর্ব পুরুষের লিখে যাওয়া মন্ত্রে আজও হয় দেবীর পূজা৷ অমাবস্যার রাতে মাকে অলঙ্কারে সাজানো হয়৷ ষোড়শী উপাচার মেনে রাতে শুরু হয় পূজা৷ আম্রপল্লব সহ ঘট প্রতিষ্ঠার পর রাখা হয় দেবীর অষ্টধাতুর মূর্তি। নিবেদিত হয়, ২০ সের চালের ভোগ। রয়েছে বলি প্রথাও। সূর্যোদয়ের আগেই পুজো সমাপন করে দেবীর বিসর্জনও হয় প্রাচীন রীতি মেনে৷ দেবীর মন্দিরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে যেখানে দৈনিক পুজো পান দেবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ