খড়গপুরে দাঁড়িয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে একেরপর এক চ্যালেঞ্জ ছুঁড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
- Advertisement -
মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি-র সভায় যোগ দিতে মঙ্গলবার রেল শহরে আসেন মদন মিত্র। সেখানেই রাতে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করলেন তিনি। নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে তাঁর চ্যালেঞ্জ, “শুভেন্দু যদি মায়ের দুধ খেয়ে থাকে, আর বাপের ব্যাটা হয়ে থাকে, নন্দীগ্রাম থেকে ইস্তফা দিক। আমিও কামারহাটি থেকে ইস্তফা দিচ্ছি! ২৯৪ টি বিধানসভার যেখানে বলবে সেখানে লড়ে দেখাবো। শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি!” তাঁর বার্তা, “শুভেন্দুর মতো চোর-ছ্যাচ্চর-ফেরেব্বাজ আর কেউ নেই! ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, মায়কা লাল হলে আমার বিরুদ্ধে লড়ে দেখা।”
- Advertisement -
দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন প্রাক্তন মন্ত্রী। বলেন, “দিলীপ ঘোষকে নিয়ে কি আর বলবো! ওঁর তো বারমুডা খুলে যাচ্ছে। আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ!” খড়গপুরের মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, “খড়গপুর চাই, খড়গপুর জিততেই হবে, বিশ্বাসঘাতক শুভেন্দুকে জবাব দিতে হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলে তিনি খড়গপুরে খাটিয়া পেতে পড়ে থাকবেন বলেও জানিয়েছেন কামারহাটির বিধায়ক।