পাঁচ বছরের প্রেমের সম্পর্ক , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে এখন বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠল ইংরেজ বাজার থানার সিভিক ভলান্টিয়ার পান্ডব রায়ের বিরুদ্ধে ।অভিযোগকারিনী যুবতী মালদহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।তার বাড়ি কালিয়াচক থানার উমাকান্তটোলা এলাকায়।
কলেজে পড়াকালীন ঐ যুবতীর সঙ্গে ওই যুবকের আলাপ হয়।তারপর থেকেই তৈরি হয় প্রণয়ের সম্পর্ক। তিনি জানান , তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করার জন্য একটি কাগজে সইও করায় ওই যুবক।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত। এরপরেই তাকে বিয়ে করতে অস্বীকার করে সে।
- Advertisement -
এমনকী তরুণীকে হুমকি দেয় বলেও অভিযোগ।ওই ছাত্রী অভিযোগ জানায় , যেহেতু ওই যুবক সিভিক ভলান্টিয়ার , তাই পুলিশও এই অভিযোগ গুরুত্ব দিচ্ছেনা। তিনি চান হয় তাকে বিয়ে করুক ওই সিভিক ভলান্টিয়ার নাহলে তাকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক ইংরেজবাজার থানার পুলিশ। যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে তিনি মানবাধিকার কমিশন ও আদালতে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।