Mamata Banerjee : বাজি নিয়ে মুখ খুললেন মমতা! পুলিশ-মন্ত্রীর ক্ষোভ পুলিশের বিরুদ্ধেই

Mamata Banerjee : বাজি নিয়ে মুখ খুললেন মমতা! পুলিশ-মন্ত্রীর ক্ষোভ পুলিশের বিরুদ্ধেই

অবশেষে বাজি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশ-মন্ত্রী। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর অধীন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে তিনি নিজেই দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে পুলিশকে কাঠগড়ায় তুললেন।

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেসো রোডের সমাবেশে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই পুলিশের উদ্দেশ্যে তোপ দাগেন পুলিশ-মন্ত্রী। তিনি বলেন, “কেউ কোনও বেআইনি কাজ করছে। পুলিস চোখ বুজে দেখছে।” তাঁর দাবি, “সব পুলিস নয়।” ক্ষুব্ধ মমতার বার্তা, “লোকাল থানাগুলিতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা কে কী করছেন, সেটা আমি আর বললাম না!” সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, “আমি যেমন অ্যান্টি র‍্যাগিং কমিটি করেছি। সেরকম অ্যান্টি-কোরাপসন সেলও তৈরি করেছি। মনে রাখবেন। নজর রাখছি, কে কী করছে না করছে। মানুষ গাড়ি নিয়ে রাস্তায় যাবে, আপনার আইন থাকলে নিশ্চয়ই আপনাকে টাকা দেবে, লাইসেন্স দেবে। কিন্ত আইন যদি না থাকে, তাহলে আপনি নিজে কেন টাকাটা নেবেন? সব বেআইনি কাজের পিছনেই আছে বেশি লোভ।”

আরও পড়ুন:  Dattapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, স্পষ্ট নয় মৃত ও আহতের সংখ্যা

মুখ্যমন্ত্রী বাজি তৈরি নিয়েও বার্তা দেন। সবুজ বাজির সপক্ষে তিনি বলেন, “আমরা সবুজ বাজির কারখানা করেছি। ফায়ার ক্র্যাকার নয়, সবুজ বাজি তৈরি করুন। কারণ বাজি শিল্পে লক্ষ লক্ষ পরিবার জড়়িয়ে। তাই তাদের জীবিকাটা বেঁচে থাকুক। এতে রোজগার হয়তো একটু কম হবে। কিন্তু জীবনটা তো বাঁচবে।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ