চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না মেলায় রীতিমত মারধরের ঘটনা মালদহে। অভিযোগের তীর মালদহের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি স্বপন মিশ্রের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে। যিনি মারছেন তিনি বলছেন, “চাকরি পাইনি, কবে সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত পাবো।” খবর নিয়ে জানা গেছে মার খাওয়া ওই ব্যক্তি মালদহের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি স্বপন মিশ্র। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেননি আমাদের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন:  Justice Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের “ভাইপো” শব্দ উল্লেখ, উত্তাল রাজ্য রাজনীতি

সূত্রের খবর , মালদহের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি স্বপন মিশ্র যিনি জেলা পরিষদের টিকিটে জয়লাভ করে কর্মাধ্যক্ষ হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন তিনি। একজন নয়, এই ভাবে বহু মানুষের কাছে টাকা নিয়েছেন বলেও অভিযোগ। তবে এই নিয়ে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:  Abhishek Banerjee : ফের ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “যদি নিজের প্রয়োজনে এইভাবে টাকা আত্মসাৎ করে থাকে তাহলে আইন অনুযায়ী শাস্তি পাবে। এই নিয়ে দল কোনো আপোষ করবে না।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ