Madhyamik: ২৪ ছাত্রীর ভবিষ্যৎ সংকটে! স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

img 20240124 wa0002

মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১ বছর আগে হলেও স্কুল থেকে পড়ুয়াদের রেজিষ্ট্রেশনের নথি পৌঁছায়নি মধ্যশিক্ষা পর্ষদে। ফলে ২৫ জন পড়ুয়ার মাধ্যমিকে বসা নিয়ে তৈরি হয় প্রশ্নচিহ্ন। ঘটনাটি মালদহের ভগবানপুরের কেবিএস হাই স্কুলের। অবশেষে হাইকোর্ট ঐ ২৫ জন ছাত্রীর পরীক্ষায় বসা নিশ্চিত করতে বলেছে পর্ষদকে।

আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, মালদহের ভগবানপুরের কেবিএস হাই স্কুলের মোট ৮৩১ জন পড়ুয়া এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে। তাদের মধ্যে ২৫ জন পড়ুয়ার অ্যাডমিট এখনও এসে না পৌঁছানোয় স্কুলে খোঁজ নেন অভিভাবকেরা। জানা যায়, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে ২৫ পড়ুয়ার রেজিষ্ট্রেশনের নথি পর্ষদের কাছে জমা পড়েনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকেরা।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওই মামলার শুনানি ছিল। বিচারপতি অবিলম্বে অস্থায়ী অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে পড়ুয়াদের মাধ্যমিকে বসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদকে। সেই সঙ্গে গাফিলতির জন্য স্কুল কর্তৃপক্ষকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ