BRAKING NEWS

Nawazuddin Siddiqui : বৌ-এর গুঁতোয় বাড়ি ছেড়ে হোটেলে নওয়াজউদ্দিন সিদ্দিকি

স্ত্রী আলিয়ার সঙ্গে নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) দাম্পত্য কলহের জেরে এখন নিজের প্রাসাদসম বাড়ি ছেড়ে হোটেলে আশ্র‍য় নিতে হলো হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে(Nawazuddin Siddiqui)।

২০০৯ সালে অঞ্জনা পান্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন। বিবাহের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে অঞ্জনার নাম হয় আলিয়া। কিন্তু পারিবারিক অশান্তির জেরে নওয়াজউদ্দিনের মা মেহেরুনিসা সিদ্দিকি আলিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। পাল্টা মামলা দায়ের করেছেন আলিয়া। জানা গিয়েছে, ইতিমধ্যে নওয়াজের মা বিলাসবহুল বাড়ির সব বেডরুমে তালা দিয়ে দিয়েছেন।

Nawazuddin Siddiqui Rape : নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় গেলেন স্ত্রী

দুই সন্তানকে নিয়ে লিভিং রুমে থাকছেন আলিয়া এবং বাড়ি ছেড়ে হোটেলে আশ্রয় নিয়েছেন নওয়াজ। আদালত মারফত কোনো সমাধান সূত্র বের না হওয়া পর্যন্ত এখন হয়তো হোটেলেই বাস করতে হবে নওয়াজকে।