Israel Hamas War : ইজরায়েল হামাস যুদ্ধে মৃত্যু মিছিল অব্যাহত

Israel Hamas War : ইজরায়েল হামাস যুদ্ধে মৃত্যু মিছিল অব্যাহত

বিশ্ব জুড়ে নেমে আসেনি শান্তি। ইজরায়েল- হামাস যুদ্ধে মুহূর্তেই মৃত্যু মিছিল। একই সঙ্গে ঘর ছাড়া হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই যুদ্ধের ফলে প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে মৃত্যু মিছিল, প্রায় ১ হাজার মানুষ ইতিমধ্যেই নিহত। একই সঙ্গে ইজরায়েলে ১২০০ মানুষ মারা গেছেন। জাতিপুঞ্জের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৩৮ হাজার মানুষ ঘর ছাড়া।

প্যালেস্তাইন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ইজরায়েলের বিমান হামলায় প্রতি এক ঘন্টায় প্রায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন। বিশ্ব দেখছে মৃত্যু মিছিল। ইজরায়েল জুড়ে হামাসের হামলার পরেই সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বার্তা দিয়েছেন হামাস গোষ্ঠীকে পৃথিবী থেকে নির্মূল করার। হামাস গোষ্ঠীর শুরু করা যুদ্ধ ইজরায়েল শেষ করবে বলেও জানিয়েছেন তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, “হামাস ইসলামিক স্টেট গোষ্ঠীর মতোই বর্বর ও নৃশংস গোষ্ঠী। আমরা তাদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।” সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন, “পৃথিবী থেকে বিদায় জানানোর সময় এসেছে হামাসের।”

ইজরায়েল সরকারের তরফে হামাসের হাতে অপহৃত হওয়া দেশবাসীকে উদ্ধারের জন্য হামাসের দখলে থাকা গাজা উপত্যকায় ৩ লক্ষ রিজার্ভ বাহিনী পাঠানো হচ্ছে। উত্তাল পরিস্থিতির মধ্যেই মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেনের ইজরায়েল যাওয়ার কথা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ