Medinipur : মমতা-জ্যোতিপ্রিয়ের মুখোশ পড়ে মিছিল, আটক বিজেপি কর্মী

Medinipur : মমতা-জ্যোতিপ্রিয়ের মুখোশ পড়ে মিছিল, আটক বিজেপি কর্মী

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে বিজেপির মিছিলে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের মুখোশ পড়ে প্রতিবাদ! সঙ্গে গলায় প্ল্যাকার্ড “ডাকাতরাণী”, “আমি খাদ্য চোর”! তারই জেরে মুখোশ পড়ে প্রতিবাদ জানানো বিজেপি কর্মীদের আটক করার অভিযোগ উঠেছে মেদিনীপুর কোতয়ালি থানার বিরুদ্ধে। যা কেন্দ্র করে শনিবার দুপুরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় থানা চত্ত্বরে।

সাম্প্রতিক সময়ে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে শাস্তির দাবিতে মেদিনীপুর শহরে বিজেপি মিছিল করে। মিছিলটি মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিলের শেষে একটি সভা অনুষ্ঠিত হয় জেলাশাসকের দপ্তরের গেটের সামনে। মিছিলের নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সহ সভাপতি সমিত দাস সহ জেলা নেতৃত্ব। এই মিছিলে প্রতীকী প্রতিবাদ স্বরূপ জ্যোতিপ্রিয় মল্লিকমমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পড়ে হাঁটেন দুই বিজেপি কর্মী। এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাজে সজ্জিত দুই বিজেপি কর্মীও মিছিলে ছিলেন।

বিজেপির অভিযোগ, মমতা ব্যানার্জি সেজে মিছিলে হাঁটা মহিলা কর্মী গীতিকা দাস এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাজা বিজেপি কর্মী বুদ্ধদেব পলমলকে তাঁদের বাড়ি থেকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। যা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় থানা চত্ত্বরে। জমায়েত করেন বিজেপি নেতা কর্মীরা। থানা চত্ত্বরে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ