Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে গণপতিকে স্থাপন করতে চান? জানুন শুভক্ষণ

Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে গণপতিকে স্থাপন করতে চান? জানুন শুভক্ষণ

গনেশ চতুর্থীতে(Ganesh Chaturthi) গনেশ পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের(Durga Puja) এর সূচনা হয়। সারা দেশ জুড়েই পালিত হয় গনেশ চতুর্থী।

পুরান মতে আমরা জানতে পারি যে, মহাদেবের( Lord Shiva) আশীর্বাদে যে কোন পুজোর সূচনাই গনেশ পুজোর মাধ্যমে হয়। যে কোন শুভ কাজের সূচনার প্রাক্কালে গনেশ পুজো করা হয়।

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে ৩ শুভ যোগ

বাড়ির বা ব্যবসার মঙ্গলের জন্য গণপতি বাপ্পা তথা গনেশ ঠাকুরকে প্রতিস্থাপন করে অনেকেই। আসুন জেনেনি গণপতি বাপ্পা-কে প্রতিস্থাপনের শুভ দিনক্ষণ..

১৮ ই সেপ্টেম্বর ভাদ্রপদ শুক্লা চতুর্থী শুরু হচ্ছে দুপুর ১২.৩৯ আর ১৯ শে সেপ্টেম্বর দুপুর ১. ৪৩ শেষ হচ্ছে ভাদ্রপদ শুক্লা চতুর্থীর সময়। বাড়িতে গনেশ মূর্তির প্রতিস্থাপনের শুভ সময় ১৯ শে সেপ্টেম্বর সকাল ১১.০৭ থেকে দুপুর ১.৩৪ পর্যন্ত। এই শুভ সময়ে বাড়িতে গনেশ মূর্তি প্রতিস্থাপন করুন। গণপতি বাপ্পা মঙ্গল করবেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ