Friday, September 22, 2023

Ganesh Chaturthi 2023: গণেশের ১০৮ নাম জেনে নিন, জপ করলে ফল হবে শুভ

প্রকাশিত:

- Advertisement -

আর মাত্র কয়েকদিন পরেই গণেশ পুজো(Ganesh Chaturthi 2023)। অনেক পুরাণেই গণপতির(Ganesh) উল্লেখ পাওয়া যায়। শিব ও পার্বতীর পুত্র গণেশ(Ganapati)। আর্থিক দিক থেকেও এই দেবতা বেশ উল্লেখযোগ্য। তাইতো কোনো দোকানের শুরুতেই গণেশের পুজো করা হয়। এছাড়াও হিন্দু ধর্মের কোনো পুজোর শুরুতে গণেশ পুজো(Ganesh Puja) করা হয়।

এই বছর গণেশ পুজো পড়েছে ১৯ শে সেপ্টেম্বর মঙ্গলবার। সারা ভারত জুড়েই বিভিন্ন জায়গায় বেশ ঘটা করেই এই পুজো করা হয়।গণেশের গণপতি গজানন ছাড়াও আরো ১০৮ টি নাম রয়েছে। এই ১০৮ টি নাম বিভিন্ন ক্ষেত্রে অনেকখানি মঙ্গল। এই ১০৮ টি নাম হলো—

১. গণদক্ষ: গণ বা সকল মানুষের প্রধান যিনি

২. গণপতি: সকল গণের নেতা

৩. গৌরীসূত: মা গৌরীর পুত্র

৪. লম্বকর্ণ: বড় কর্ণযুক্ত দেবতা যিনি

৫. লম্বোদর: বড় পেট আছে যাঁর

৬. মহাবল: অত্যন্ত শক্তিশালী যিনি

৭. মহা গণপতি: দেবাদিদেব

৮. মহেশ্বর: সমগ্র মহাবিশ্বের প্রভু

৯. মঙ্গলমূর্তি: সকল শুভ কাজের প্রভু

১০. মূষকবাহন: যাঁর বাহন ইঁদুর

১১. বালগণপতি: প্রিয়তম সন্তান

১২. ভালচন্দ্র: যাঁর মাথায় চাঁদ আছে

১৩. বুদ্ধিনাথ: জ্ঞানের প্রভু যিনি

১৪. ধূম্রবর্ণ: ধুম্রের মতো রঙ যাঁর

১৫. একক্ষর: একক অক্ষরযুক্ত যিনি

১৬. একদন্ত: এক দন্তযুক্ত যিনি

১৭. গজকর্ণ: গজের মতো কর্ণযুক্ত যিনি

১৮. গজানন: গজের ন্যায় আনন যে দেবতার

১৯. গজবক্র- গজের ন্যায় বক্রযুক্ত কাণ্ড যাঁর

২০. গজবক্ত্র: গজের ন্যায় মুখ আছে যাঁর

২১. দেবাদেব: সমস্ত ঈশ্বরের মধ্যে অন্যতম যিনি

২২. দেবান্তক নাশকারী: মন্দ এবং অসুরদের ধ্বংসকারী যিনি

২৩. দেবব্রত: যিনি সকলের তপস্যা গ্রহণ করেন

২৪. দেবেন্দ্রশিক: সমস্ত দেবতাদের রক্ষক যিনি

২৫. ধার্মিক: ধর্মপথে কর্তব্য রেন যে দেবতা

২৬. দুর্জয়: অপরাজিত দেব যিনি

২৭. দ্বৈমাতুর- দুই মায়ের সন্তান যিনি। দেবী পার্বতী ছাড়াও পুরাণমতো দেবী গঙ্গাকে গণেশের মায়ের স্থান দেওয়া হয়েছে

২৮. একদংষ্ট্র: এক দন্তযুক্ত যিনি

২৯. ঈশানপুত্র: ভগবান শিবের পুত্র যিনি

৩০. গদাধর: গদা অস্ত্র যাঁর

৩১. অমিত: অতুলনীয় প্রভু যিনি

৩২. অনন্তচিদারুপম: অসীম এবং স্বতন্ত্র চেতনা সহ দেবতা

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2023: গণেশ পুজোর তারিখ, সময় ও বিধি জেনে নিন এক নজরে

৩৩. অবনীশ: সমগ্র বিশ্বের প্রভু যিনি

৩৪. অবিঘ্ন: বাধা বিঘ্ন অতিক্রমকারী

৩৫. ভীম: বিশালকায় যিনি

৩৬. ভূপতি: পৃথিবীর প্রভু

৩৭. ভুবনপতি: দেবতাদের ঈশ্বর

৩৮. বুদ্ধিপ্রিয়: জ্ঞান দানকারী

৩৯. বুদ্ধিবিধাতা: জ্ঞানের প্রভু

৪০. চতুর্ভুজ: চারটি বাহু যাঁর

৪১. নিধিশ্বরম: সম্পদ এবং তহবিল দাতা

৪২. প্রথমেশ্বর: সর্বপ্রথম দেবতা

৪৩. শুভকর্ণ: বড় কর্ণযুক্ত ঈশ্বর

৪৪. শুভম: সকল শুভ কাজের ঈশ্বর

৪৫. সিদ্ধিদাতা: ইচ্ছা পূর্ণ এবং সুযোগ প্রদান করেন যে প্রভু

৪৬. সিদ্ধিবিনায়ক: সফলতা প্রদান করেন যিনি

৪৭. সুরেশ্বরম: দেবতাদের প্রভু

৪৮. বক্রতুন্ড: একটি বাঁকা শুণ্ড রয়েছে যাঁর

৪৯. অখুরথ: ইঁদুর সারথি যার

৫০. অলম্পতা: অনন্ত দেব

৫১. ক্ষিপ্র: উপাসনার যোগ্য

৫২. মনোময়: হৃদয়জয়ী

৫৩. মৃত্যুঞ্জয়: যিনি মৃত্যুকে পরাজিত করেন

৫৪. মুধকারম: যিনি সুখের মধ্যে থাকেন

৫৫. মুক্তিদায়ী: অনন্ত সুখের দাতা

৫৬. নাদপ্রতিষ্ঠা: যিনি নাদব্রহ্ম প্রতিষ্ঠা করেন

৫৭. নমস্তেতু: সকল অনিষ্টের বিজয়ী

৫৮. নন্দন: ভগবান শিবের পুত্র

৫৯. সিদ্ধন্ত: সাফল্য ও অর্জনের গুরু

৬০. পীতাম্বর: যিনি হলুদ কাপড় পরেন

৬১. গণাধিক্ষণ: সকল সংস্থার প্রভু

৬২. গুণিন: সমস্ত গুণাবলী সম্পর্কে জ্ঞাত

৬৩. হরিদ্রা: সোনার রঙ যাঁর

৬৪. হেরম্ব: মায়ের প্রিয় পুত্র

৬৫. কপিল: হলুদ এবং বাদামী রঙ যাঁর

৬৬. কবীশ: কবিদের প্রভু

৬৭. কীর্তি: খ্যাতির প্রভু

৬৮. কৃপাকর: যিনি দয়ালু

৬৯. কৃষ্ণপিঙ্গল: হলুদ-বাদামী চোখ যাঁর

৭০. ক্ষেমঙ্করী: যিনি ক্ষমা করেন

৭১. বরদবিনায়ক: সফলতার প্রভু

৭২. বীরগণপতি: বীর প্রভু

৭৩. বিদ্যাবিধি: জ্ঞানের ঈশ্বর

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে গণপতিকে স্থাপন করতে চান? জানুন শুভক্ষণ

৭৪. বিঘ্নহর: বাধা দূর করেন যিনি

৭৫. বিঘ্নহর্তা: বিঘ্ন দূর করেন যিনি

৭৬. বিঘ্নবিনাশন: বিঘ্ন বিনাশ করেন যিনি

৭৭. বিঘ্নরাজ: সকল বাধার প্রভু

৭৮. বিঘ্নরাজেন্দ্র: সকল বাধার অধিকারী

৭৯. বিঘ্নবিনাশয়: বাধা ধ্বংসকারী

৮০. বিঘ্নেশ্বর: প্রতিবন্ধকতার প্রভু

৮১. শ্বেত: যিনি শ্বেত রঙের রূপে বিশুদ্ধ

৮২. সিদ্ধিপ্রিয়: যিনি ইচ্ছা পূরণ করেন

৮৩. স্কন্দপূর্বজ: ভগবান কার্তিকের ভাই

৮৪. সুমুখ: শুভ মুখ যাঁর

৮৫. স্বরূপ: সৌন্দর্যের প্রেমিক

৮৬. তরুঁ: যাঁর বয়স অচঞ্চল

৮৭. উদ্দণ্ড: চঞ্চল

৮৮. উমাপুত্র: পার্বতীর পুত্র

৮৯. বরগণপতি: সুযোগের প্রভু

৯০. বরপ্রদ: ইচ্ছা এবং সুযোগ দানের প্রভু

৯১. প্রমোদ: আনন্দ

৯২. পুরুষ: বিস্ময়কর ব্যক্তিত্ব

৯৩. রক্ত: লাল শরীর যাঁর এমন প্রভু

৯৪. রুদ্রপ্রিয়: ভগবান শিবের প্রিয়

৯৫. সর্বদেবতমান: সমস্ত স্বর্গীয় দেবতার নৈবেদ্য গ্রহণকারী

৯৬. সর্বসিদ্ধান্ত: দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদানকারী

৯৭. সর্বাত্মন: মহাবিশ্বের রক্ষক

৯৮. ওঙ্কার: ওম আকৃতিযুক্ত

৯৯. শশীবর্ণম: যাঁর রঙ চন্দ্রের ন্যায় সুন্দর

১০০. শুভগুণকানন: যিনি সকল গুণের কর্তা

১০১. যোগাধীপ: ধ্যানের প্রভু

১০২. যশস্বিন: সব চেয়ে প্রিয় এবং জনপ্রিয় ঈশ্বর

১০৩. যশস্কর: খ্যাতি ও ভাগ্যের প্রভু

১০৪. যজ্ঞকায়: যিনি সমস্ত ত্যাগ স্বীকার করেন

১০৫. বিশ্বরাজ: সংসারের স্বামী

১০৬. বিকট: অত্যন্ত বিশাল

১০৭. বিনায়ক: সকলের প্রভু

১০৮. বিশ্বমুখ: মহাবিশ্বের গুরু়।

মহারাষ্ট্রবাসীর কাছে গণেশ পুজো বিরাট উৎসব। আমাদের দুর্গা পুজোর মতোই ঐ রাজ্যে গণেশ পুজো হয়। তবে পুরাণে গণেশের যে ১০৮ টি নাম তার মধ্যে ১০ টি নাম জপ করে ২১ টি দুর্বা ও ২১ টি মোদক দিয়ে পুজোর করলে সংসারে আসবে পরিবর্তন ও বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, আর্থিক সংকট দূর হবে হবে বিশ্বাস করেন অনেকে।

 

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Todays Petrol Diesel Price 21/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Paschim Medinipur : জেলায় গঠিত হল জেলা পরিষদের স্থায়ী কমিটি, স্থির কর্মাধ্যক্ষদের নাম

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার জেলা পরিষদের (Zilla Parishad) স্থায়ী কমিটিগুলি...

Katwa Durga Puja : দেওয়ালের ভিতর দেবীর আবির্ভাব! শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ দেবী

আমাদের বাংলার গ্রামগুলির আনাচে কানাচে ছড়িয়ে আছে কত বিখ্যাত, পরিচিত, অপরিচিত পুজো (Durga Puja)।...