Ganesh Chaturthi 2023 : ৩০০ বছর পর আসছে সুবর্ণ সুযোগ, আর্থিক সংকট কাটাতে বাড়িতে আনুন এই মূর্তি

Ganesh Chaturthi 2023 : ৩০০ বছর পর আসছে সুবর্ণ সুযোগ, আর্থিক সংকট কাটাতে বাড়িতে আনুন এই মূর্তি

অর্থের সংকট কাটাতে সবাই মনে প্রাণে চেষ্টা করেন। এইবার গণেশ পুজোতে (Ganesh Puja) ভাগ্য ফিরতে পারে আপনার। এই বছর আগামী ১৯ শে সেপ্টেম্বর পড়েছে গণেশ পুজো(Ganesh Chaturthi)। ভারতে বিভিন্ন রাজ্যে এই উৎসব বেশ ঘনাঘটা করেই পালিত হয়।

এইবার পুজোয় ব্রহ্ম যোগ, শুক্ল যোগ ও শুভ যোগ রয়েছে। এই দিনের এই শুভ যোগে একটি কাজেই ফিরবে আপনার ভাগ্য। আপনাকে কখনো আর্থিক সংকটের মুখে পড়তে হবে না।বাড়িতেও শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে ৩ শুভ যোগ

আগামী মঙ্গলবার গণেশ পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন পিতলের তৈরী গণপতির মূর্তি। প্রায় ৩০০ বছর পর এসেছে এই সুবর্ণ সুযোগ।তবে সাবধান গণেশের মুখ কখনোই দক্ষিণ দিকে রাখবেন না। এতে হিতে বিপরীত হবে। গণেশের মুখ সর্বদা উত্তর দিকে রেখেই দেবতাকে পুজো করবেন। তারপর আপনার জীবনে আসবে অমূল পরিবর্তন। বিভিন্ন কাজের বাধা থেকে মুক্তি পাবেন। সুন্দর ভাবে জীবন পরিচালিত হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ