আপনি কি জানেন! তেল ট্রাক এর পিছনে লোহার শিকল ঝুলে থাকে কেন?

আপনি কি জানেন! তেল ট্রাক এর পিছনে লোহার শিকল ঝুলে থাকে কেন?

অনেকেই হয়তো দেখেছেন তেল ট্রাক এর পিছনে লোহার শিকল ঝুলে থাকে। কিন্তু কেন তা না জেনে থাকলে এই প্রতিবেদনটি আপনার কাজে আসতে পারে। সাধারণত পেট্রলবাহী ট্রাকগুলো এমনিতেই বিপজ্জজনক। কেননা, ট্রাকের ভেতরে ট্যাংকের ঘর্ষণে পেট্রলের নড়াচড়ায় তৈরি হয় স্থির বিদ্যুৎ।

ট্রাক চলাচলে এই স্থির বিদ্যুতের পরিমাণ বাড়তে শুরু করে, যা থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ।

আপনি কি জানেন! তেল ট্রাক এর পিছনে লোহার শিকল ঝুলে থাকে কেন?

এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ট্রাকে একটি লোহার শিকল ঝুলিয়ে দেয়া হয়। লোহার শিকল এমনভাবে ঝুলিয়ে দেয়া হয় যাতে শিকলটি ট্রাক থেকে নিচে নেমে মাটি স্পর্শ করতে পারে।

এ পদ্ধতিতে লোহার শিকল ট্রাকে ঝোলানো হলে ট্রাকের নড়াচড়ায় বা ঘর্ষণে যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, তা মাটিতে চলে যেতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে আর দুর্ঘটনা এড়াতে সব পেট্রলবাহী ট্রাকেই লোহার শিকল ঝুলিয়ে রাখা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ