Phone’s battery: ফোনের চার্জ শেষ হচ্ছে দ্রুত! সমাধানের উপায় কি?

images 2023 12 24t184652.130

মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের অপরিহার্য জিনিস হয়ে উঠেছে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজের জন্যেও আজকাল আমরা মোবাইলের উপর নির্ভরশীল। কিন্তু অনেক সময়েই খুব বেশি ব্যবহার না করলেও মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে দ্রুত। ফলে দরকারী ফোন এলে সমস্যায় পড়ছেন। কিছু সাধারণ বিষয় মাথায় রাখলেই কিন্তু ফোনের চার্জ তুলনায় বেশি সময় টিকিয়ে রাখা সম্ভব।

১. যখন ফোন ব্যবহার করছেন না, ফোনের ব্রাইটনেস যতটা সম্ভব কমিয়ে রাখুন। ফোনের ব্রাইটনেস বেশি থাকলে চার্জ দ্রুত শেষ হয়।
২. ফোনের চার্জ ১০০ শতাংশ হওয়ার আগেই চার্জ দেওয়া বন্ধ করুন। ফোনের চার্জ ২০ শতাংশের নীচে যাওয়ার আগেই চার্জে বসান। এতে ফোনের ব্যাটারির কার্যকাল বৃদ্ধি পাবে।
৩. রাতে ফোন চার্জে না বসানোই ভালো। সাধারণত রাতে ফোন চার্জে বসালে চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও দীর্ঘ সময় চার্জিং অন থাকে। ফলে ব্যাটারির কার্যকারিতা নষ্ট হয়।
৪. অপ্রয়োজনীয় অ্যাপ ফোনে রাখবেন না৷ এগুলি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে চার্জ নষ্ট করে।
৫. ওয়ালপেপার যতটা সম্ভব সাধারণ রাখুন। লাইভ ওয়ালপেপার অনেক বেশি চার্জ নষ্ট করে৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ