GST : দাম কমবে মোবাইল-টিভি-ফ্রিজের, একধাক্কায় কমছে জিএসটি

GST : দাম কমবে মোবাইল-টিভি-ফ্রিজের, একধাক্কায় কমছে জিএসটি

অবশেষে দাম কমতে চলেছে মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, কুলার, মিক্সার, পাখা সহ একগুচ্ছ বাড়িতে প্রয়োজনীয় ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল জিনিসপত্রের। এই জিনিসপত্রগুলিতে এক ধাক্কায় অনেকটা জিএসটি কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সেই মর্মে টুইট করে কোন জিনিসে কতটা জিএসটি কমছে তা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

জানানো হয়েছে, গিজার, ফ্যান, কুলার, ২৭ ইঞ্চি পর্যন্ত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক্যাল সামগ্রী তথা মিক্সার, জুসার, ভ্যাকুয়াম ক্লিনার প্রভৃতিতে জিএসটি ৩১.৩% থেকে কমে ১৮% হচ্ছে। এলপিজি স্টোভে ২১% থেকে ১৮%, এলইডি ১৫% থেকে ১২%, সেলাই মেশিনে ১৬% থেকে ১২% হচ্ছে। মোবাইল ফোনে জিএসটি ৩১.৩% থেকে ১২% হতে চলেছে। এর ফলে উল্লিখিত নিত্য ব্যবহার্য সামগ্রীগুলির দাম কমতে চলেছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ