Budget 2022-23:সামনে পাঁচ রাজ্যে ভোট, কৃষকদের জন্য একাধিক ঘোষণার সম্ভাবনা

সামনের মাসের শুরুর দিনে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিগত সময়ে কৃষক আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ। কৃষি আইন নিয়ে পিছু হাঁটতে হয়েছে নরেন্দ্র মোদীর সরকারকে। উল্লেখ্য, কৃষক আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল পঞ্জাবের কৃষকদের। তাৎপর্যর বিষয় সামনে যে ৫ টি রাজ্যবিধানসভা ভোট রয়েছে তার একটি পঞ্জাব। ফলে বাজেটে বিধানসভা ভোটের বিষয় পর্যালোচনা করে কৃষকদের জন্য একাধিক ঘোষণা থাকতে পারে আগত বাজেটে।

২০১৯ সালে কৃষকদের সাহায্যার্থে কিষাণ যোজনার ঘোষণা করা হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে চার মাসের ব্যবধানে ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। বিশেষজ্ঞদের ধারণা, সেই সাহায্য আগত অর্থবছরে বৃদ্ধি পেয়ে বার্ষিক ৮ হাজার টাকা হতে পারে। সেক্ষেত্রে তিনমাসের ব্যবধানে চার কিস্তিতে তা মেলার সম্ভাবনা।

লকডাউন কালে মূল্যবৃদ্ধি থাবা বসিয়েছে কৃষি পণ্যে। বৃদ্ধি পেয়েছে চাষের খরচ। মনে করা হচ্ছে, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন জিনিসের দাম কমানোর কথা ঘোষণা করতে পারে সরকার। বিগত সময়ে দাম বেড়েছে সারেরও। কৃষকদের বার্তা দিতে সারের দাম কমানোর সম্ভাবনাও থাকছে আগত বাজেটে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ