Look Back 2023 : ২০২৩ সালের নোটবন্দি! বাতিল হয়েছে ২ হাজার নোট

Look Back 2023 : ২০২৩ সালের নোটবন্দি! বাতিল হয়েছে ২ হাজার নোট

২০২৩ সালের সমাপ্তি আগত! শুরু হতে চলেছে নতুন বছর ২০২৪। শেষ হতে চলা বছরে ঘটেছে একাধিক এমন কিছু ঘটনা যেগুলি দেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বছর শেষের আগে স্মৃতিচারণ করা যাক তেমনই এক ঘটনার। চালু হওয়ার প্রায় ৭ বছর প্র ২০২৩ সালে বন্ধ হল ২ হাজার টাকার নোটের ব্যবহার।

নোট বন্দির পর ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম ২০০০ টাকার নোট চালু করে আরবিআই৷ এরপর চলতি বছরের ১৯ মে আরবিআই জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়টি। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লক্ষ ৪২ হাজার কোটি মূল্যের নোট ব্যাঙ্কে জমা পড়েছে। প্রাথমিক ভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট জমা দেওয়ার সময়সীমা ধার্য হলেও, তা ৭ অক্টোবর পর্যন্ত ধার্য হয়। এই সময়ের মধ্যে ব্যাঙ্কে গিয়ে ২ হাজার টাকার নোট বদলে নিতে পেরেছেন সাধারণ মানুষজন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 8/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

২০১৮-’১৯ অর্থবর্ষ থেকেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৭ অক্টোবরের মধ্যে বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও কেউ টাকা জমা না করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের দফতরে গিয়ে এই টাকা জমা দিতে হবে। সরাসরি জমা দেওয়া টাকার পরিমাণ ঐ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ