- Advertisement -
সকাল থেকে চলছে ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা৷ হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও তৃণমূলের। শেষ পাওয়া খবরে ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে ৩৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় এখনও পর্যন্ত পেয়েছেন ৬২,৬০২। বিজেপি প্রার্থী তাপসীর প্রাপ্ত ভোট ৫৮,৮২৯টি। সিপিএম ৮৮২৯টি ভোট।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ধূপগুড়ি আসনে জয়ী হন বিজেপি বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর কারণে এবারের উপনির্বাচন। উপনির্বাচনে লড়ছেন তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র এবং বিজেপি প্রার্থী কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়।