Note Ban : ২০০০ টাকার নোটবদলে পরিচয়পত্র নয় কেন? জনস্বার্থ মামলা দায়ের দিল্লি হাইকোর্টে

Note Ban : ২০০০ টাকার নোটবদলে পরিচয়পত্র নয় কেন? জনস্বার্থ মামলা দায়ের দিল্লি হাইকোর্টে

রিজার্ভ ব্যাঙ্কের তরফে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট। সেই মর্মে নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মঙ্গলবার থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজারের নোট ব্যাঙ্কে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এক সাথে ২,০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে। নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না এবং ফর্ম পূরণও করতে হবে না। সেই মর্মে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। এই পদ্ধতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়।

মামলা দায়ের করা আইনজীবীর বক্তব্য, এই ব্যবস্থায় কোনো রকম নজরদারি ছাড়াই যথেচ্ছ নোট বদল করা যাবে। তিনি প্রশ্ন তুলেছেন দুর্নীতি দমন আইনে। একদিনে ২০০০ টাকার নোট বদলের কোনো ঊর্ধ্বসীমা না রাখা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিচয়পত্র ছাড়া নোট বদল নিয়েও প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্ম্যণম প্রসাদের বেঞ্চে মামলাটির শুনানি ছিল।

নোট বাতিলের পর ২০১৬ সালে নতুন ২০০০ টাকার নোট চালু করা হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে৷ ৭ বছরের মাথায় সেই ২ হাজারের নোট বন্ধ হতে চলেছে। এর আগে ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করেছিল আরবিআই। আরবিআই জানিয়েছে, নোট বাতিলের সময়ে ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট বাতিল হয়। সেই ঘাটতি পূরণে ২ হাজারের নোট বাজারে এসেছিল। এখন অন্যান্য অঙ্কের নোটের যোগান পর্যাপ্ত থাকায় ঘাটতি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ