বাড়িতে বিনামূল্যে রাম মন্দিরের প্রসাদ! পাবেন কিভাবে?

images 2024 01 13t192725.581

আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাখে লাখে পুণ্যার্থী ভিড় করতে চলেছেন উত্তরপ্রদেশের অযোধ্যায়। দেওয়া হবে প্রসাদ। কিন্তু অযোধ্যা না গিয়েও বাড়িতে বসেই বিনামূল্যে আপনি পেতে পারেন অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ।

ভিড় এড়াতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পর্যটক এবং ভক্তদের অযোধ্যায় না যেতেই অনুরোধ করছে উত্তরপ্রদেশ প্রশাসন। ভক্তদের জন্য অনলাইনে প্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

১. প্রসাদ পেতে প্রথমে যেতে হবে khadiorganic.com পোর্টালে।
২. সেখানে রামমন্দির সংক্রান্ত অপশনে গিয়ে ‘গেট ফ্রি প্রসাদ’ অথবা বিনামূল্য প্রসাদ পাওয়ার অপশনটি বেছে নিন।
৩. আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য প্রদান করুন।
৪. প্রসাদ হিসাবে পছন্দের লাড্ডু অথবা মিছরি প্রসাদ বেছে নিন।
৫. এরপর সাবমিট করুন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রসাদ আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এজন্য ডেলিভারি চার্জ দিতে হবে ৫১ টাকা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ