আর্থিক ক্ষেত্রে আসছে পরিবর্তন, সময় থাকতে জেনে রাখুন এই ৬টি বিষয়

আর্থিক ক্ষেত্রে আসছে পরিবর্তন, সময় থাকতে জেনে রাখুন এই ৬টি বিষয়

বছর শেষ হওয়ার আগেই এই ৬টি বিষয়ের উপর আসছে পরিবর্তন। ১ লা অক্টোবর থেকে আর্থিক ক্ষেত্রে আসছে কিছু বদল। বিষয়গুলি সম্পর্কে না জেনে থাকলে সমস্যার শেষ থাকবে না। তাই সমস্যা এড়াতে জানা উচিত। যেসব ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে তা হলো –

১. মিউচুয়াল ফান্ডে নমিনেশন – ব্যাঙ্ক একাউন্ট এর মতো মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য নমিনি বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নমিনি না করলে সমস্যা সৃষ্টি হতে পারে। এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। যদি কেউ নমিনি যুক্ত না করেন তবে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং লেনদেনও বন্ধ হয়ে যাবে।

২. ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট নমিনেশন – SEBI অর্থাৎ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ডি ম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে নমিনি বাধ্যতামূলক করেছে। এক্ষেত্রেও সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কেউ নমিনি নির্ধারণ না করেন তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

৩. ২০০০ টাকার নোট বাতিল – ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাতিল করেছে। বিষয়টি সম্পর্কে সবাই কম বেশি জানেন। তবে নোট বদলানোর সময়সীমা রয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। বাড়িতে ২০০০ টাকার নোট থাকলে শীঘ্রই ব্যাঙ্কে গিয়ে বদল করুন।

৪. জন্ম শংসাপত্র বাধ্যতামূলক – ১ লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্ষেত্রে জন্ম শংসাপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুল-কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা, আধার রেজিস্ট্রেশন, বিয়ের রেজিস্ট্রেশন, সরকারি চাকরির আবেদন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে জন্ম শংসাপত্র বাধ্যতামূলক হয়েছে।

৫. সেভিং অ্যাকাউন্টে আধার বাধ্যতামূলক – বিভিন্ন ক্ষেত্রেই আধার যোগ করা আগেই বাধ্যতামূলক হয়েছে। এবার সেভিং অ্যাকাউন্টগুলিতে আধার যোগ বাধ্যতামূলক। বিশেষ করে পিপিএফ, এসএসওয়াই, পোস্ট অফিস স্কিম প্রভৃতি ক্ষেত্রে আধার তথ্য প্রদান বাধ্যতামূলক। সত্ত্বর নির্দিষ্ট ক্ষেত্রে আধার তথ্য প্রদান করুন, নতুবা ১ লা অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট এবং লেনদেন।

৬. TSC নিয়মের পরিবর্তন – বিদেশ সফরে যেতে ভালোবাসেন এমন ভারতীয়ের অভাব নেই। TSC ১ লা অক্টোবর থেকে কিছু পরিবর্তন আনছে। যদি কোন ব্যক্তি ৭ লক্ষ টাকার কম ট্যুর প্যাকেজ ব্যয় করেন, তাহলে তাঁকে ৫ শতাংশ TSC দিতে হবে। আবার ৭ লক্ষ টাকার বেশি টুডেজ প্যাকেজগুলির জন্য ২০ শতাংশ TSC নির্ধারণ করা হয়েছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ