- Advertisement -
কিছুদিন আগেই পুরুলিয়া শহরে একটি সোনার দোকানের শোরুমে হয়েছে ডাকাতি। লুট হয়েছে প্রায় ৮ কোটি টাকার সোনা হিরের গয়না। তারই মধ্যে ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও এটিএম-এ। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য।
পুরুলিয়ার হুড়ায় জাতীয় সড়কের কাছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির শাখা ও সঙ্গে এটিএম। জানা গিয়েছে, শনিবার রাতে কয়েক জন দুষ্কৃতী হানা দিয়ে ব্যাঙ্কের ভবনের শাটার ভাঙে। কিন্তু তখনই ব্যাঙ্কের নিরাপত্তার জন্য থাকা সাইরেন সশব্দে বেজে ওঠে। অনুমান এর পরেই দুষ্কৃতিরা পলায়ন করে। কিন্তু একটি বড়সড় ডাকাতির পরে খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাটার ভেঙে ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ দুষ্কৃতিদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।