Chhattisgarh Assembly Election: ছত্রিশগড়ের বস্তারে কড়া নিরাপত্তা! প্রথমবারের মতো নির্বাচন ১০০-র বেশি ভোট কেন্দ্রে

Chhattisgarh Assembly Election: ছত্রিশগড়ের বস্তারে কড়া নিরাপত্তা! প্রথমবারের মতো নির্বাচন ১০০-র বেশি ভোট কেন্দ্রে

ছত্রিশগড়ের বস্তারে ভোট গ্রহণ কে কেন্দ্র করে তুঙ্গে পারদ। ছত্রিশগড়ের বস্তার মাওবাদী অধ্যুষিত এলাকা। যার জন্য নির্বাচন প্রক্রিয়া চালনা করাটা অনেকটাই চ্যালেঞ্জের। এবার নির্বাচনে অন্যবারের থেকে বেশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বস্তারে। সেখানকার বাসিন্দারা বিপুল সংখ্যায় স্বয়ংক্রিয় ও রাইফেল সজ্জিত পুলিশ কর্মীদের নির্বাচনের কাজে যুক্ত হওয়ার বিষয়টি কার্যত এবার প্রথম নয়।

এবারও প্রথমবারের মতো অনেক গ্রামেই নিজেস্ব ভোট কেন্দ্র থাকবে। এখানে নির্বাচন করানোটাই নিরাপত্তা বাহিনীর কাছে অনেকটাই চ্যালেঞ্জের। স্থানীয় থানার তরফে জানানো হয়েছে, মাওবাদীরা ইতিমধ্যেই নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে ও রাস্তায় প্যামফ্লেট ছড়িয়েছে।নির্বাচনের দায়িত্বে থাকা ছত্তিশগড়ের আধিকারিকরা জানিয়েছেন, মাওবাদী প্রভাব রয়েছে এমন এলাকায় এবার নতুন করে ১২৬ টি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে। বিজাপুরে ছটি, কাঙ্কেরে ১৫ টি, আন্টাগড়ে ১২ টি, ভানুপ্রতাপপুরে ৫ টি, সুকমার কোন্তায় ২০ টি, চিত্রকোটে ১৪ টি, জগদলপুরে ৪ টি, বস্তারে ১ টি, কোন্ডাগাঁওতে ১৩ টি, কেশকালে ১৯ টি, নারায়ণপুরে ৯ টি এবং দান্তেওয়াড়ায় ৮ টি নতুন ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে।তবে অনেকেই প্রথমবার ভোট দিতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগে গ্রাম থেকে ১০ থেকে ১২ কিমি দূরে ভোটগ্রহণ কেন্দ্র থাকত। ফলে খুব কম লোকই সেখানে ভোট দিতে যেতে পারবেন।

উল্লেখ্য যে সেখানকার টাররেমে নথিভুক্ত ৭০০ ভোটারের মধ্যে ২০১৮ সালে ভোট দিয়েছিলেন মাত্র ৬ জন। এলাকাটি যেমন ছিল মাওবাদী অধ্যুষিত। আবার দুর্গমও বটে। পাহাড়-নদী দিয়ে ঘেরা এলাকায় মাওবাদীদের হুমকি উপেক্ষা করা কার্যত অসম্ভব ছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এবার অনেক ঝুঁকি ও হুমকির মধ্যেও নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, বস্তার ফাইটারস, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে। ফলে এবার ভোটারদের ভোটদানে অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী স্থানীয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বস্তার রেঞ্জে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২৯০০ টি। বিধানসভা কেন্দ্র রয়েছে ১২ টি। এর মধ্যে ৬০০ টি ভোটগ্রহণ কেন্দ্র সংবেদনশীল বলে বিবেচিত। নিরাপত্তা বাহিনীর ক্যাম্প তৈরি করে এবার প্রত্যন্ত গ্রামে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ