Medinipur : শহরে গাছ কাটার প্রতিবাদ, আত্মহননের হুমকি নাগরিকের

Medinipur : শহরে গাছ কাটার প্রতিবাদ, আত্মহননের হুমকি নাগরিকের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরে রাস্তা তৈরির জন্য কাটা হচ্ছে গাছ। তারই প্রতিবাদে আত্মহননের হুমকি দিলেন শহরের এক নাগরিক। অবিলম্বে গাছ কাটা বন্ধ না হলে সোমবার মেদিনীপুর শহরের জর্জ কোর্ট মোড়ে ফাঁসির মঞ্চ গড়ে আত্মহনন করবেন বলে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন অরবিন্দনগরের বাসিন্দা কার্তিক ধর নামে ঐ ব্যক্তি।

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠকে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের জুন মাসে বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালায় মেদিনীপুর পৌরসভা। কিন্তু আদালতের নির্দেশ মেনেই গত আগস্ট মাসে ফেন্সিং দিয়ে মাঠ ঘেরার কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন জেলা প্রশাসন, পুলিশ ও মেদিনীপুর পৌরসভার প্রতিনিধিরা। টিভি টাওয়ার মাঠ সংলগ্ন জজ কোর্ট মোড়ে রাস্তা অবরোধ করেন ছাত্রছাত্রী ও স্থানীয়রা। মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খানকে ঘেরাও করে চলে প্রতিবাদ ও বিক্ষোভ। এলাকার মানুষজন ও ছাত্রছাত্রীদের প্রতিবাদের ফলে পিছু হটে প্রশাসন। প্রতিবাদীদের বক্তব্য ছিল, পুরো মাঠ ঘেরা হলে মাঠের অপর প্রান্তে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের ও স্থানীয়দের যাতায়াতের অসুবিধা হবে। কারণ ব্যবহৃত রাস্তাটি মাঠের মাঝখান দিয়ে গিয়েছে। ফলে মাঠ ঘিরে দিলে মাঠের ওপর প্রান্তে যেতে অনেকটা পথ অতিক্রম করতে হবে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এরপর বিকল্প রাস্তা তৈরিতে উদ্যোগী হয় মেদিনীপুর পৌরসভা ও প্রশাসন। মাঠের পাশ দিয়ে রাস্তা তৈরির কাজ শুরুর সময়েই ফের বিতর্ক তৈরি হয়েছে গাছ কাটাকে কেন্দ্র করে। স্থানীয়দের বক্তব্য, রাস্তা তৈরির কারণে কাটা পড়ছে মাঠের পাশে থাকা গাছ। অবিলম্বে গাছ কাটা বন্ধ না হলে সোমবার মেদিনীপুর শহরের জর্জ কোর্ট মোড়ে ফাঁসির মঞ্চ গড়ে আত্মহনন করবেন বলে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কার্তিক ধর নামে এক ব্যক্তি। তাঁর বক্তব্য, “প্রশাসনকে বার্তা দিতে চাই, গাছ কেটে কোনও সমাজ বাঁচতে পারে না!”

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ