ফের ইডির তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ঐ দিন দিল্লিতে ঘোষিত দলীয় কর্মসূচি রয়েছে সাংসদের। যা কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।
রাজ্যের আটকে থাকা বিভিন্ন প্রকল্পের টাকার দাবিতে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে। ঐ কর্মসূচিতে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু ৩ রা অক্টোবর তাঁকে কলকাতার ইডি অফিসে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছেন, ‘‘পশ্চিমবঙ্গের অধিকারের পাওনার জন্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় ৩ রা অক্টোবর ইডি আমায় হাজির হতে তলব করেছে!” অন্য টুইটে তিনি উল্লেখ করেছেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের দিন এর আগেও ইডি তাঁকে তলব করেছিল সেই বিষয়টি। এই বিষয়ে ইডির প্রতি কটাক্ষও হেনেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। তা নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন অভিষেক তখন লিখেছিলেন, “দিল্লিতে ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক আগামী ১৩ সেপ্টেম্বর, যার আমি একজন সদস্য। কিন্তু ইডি আমায় নোটিশ দিয়ে ঐ একই দিনে হাজির হতে বলেছে৷” সাংসদের কটাক্ষ ছিল, “৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।”
- Advertisement -